নড়াইলে ২- গ্রুপের সংঘর্ষ, আহত -১৫, অতিরিক্ত পুলিশ মোতায়েন

0
320

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুরুলিয়া ইউনিয়নের নোয়া গ্রামে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। রাতে উপজেলার নোয়াগ্রাম মধ্যপাড়ায় ঐ গ্রামের নাসির শেখ এবং খায়রুল মোল্লার গ্রুপের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং দোকান ঘর ভাংচুরের ঘটনা ঘটে। নোয়াগ্রামের মৃত সোবান শেখের পুত্র জারিফ শেখ বলেন, ৯০ শতক জমি নিয়ে ঐ দুই গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিলো। এর জের ধরে ঐ দিন রাতে খায়রুল মোল্লার গ্রুপের লোকজন নাসির শেখের লোকজনের উপর অতর্কিত আক্রমন করে এবং মৃত রহমান শেখের পুত্র বখতিয়ার শেখ কে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পুলিশ এবং এলাকাবাসি সুত্রে জানা যায় ঐ গ্রামের মৃত নজির শেখের পুত্র নাসির শেখের সঙ্গে মৃত বাহাদুর মোল্লার পুত্র খায়রুল মোল্লার সঙ্গে পূর্ব শত্রুতা এবং জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ঐ দিন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শমসের আলী, আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, সংঘর্ষ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া জায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here