নড়াইলে ১০ টাকা দরে চাল বিক্রীর উদ্বোধন ক্ষুধা হবে নিরুদ্দেশ!

0
178

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:“শেখ হাসিনার বাংলাদেশ ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা দরে হত দরিদ্রদের মাঝে চাল বিক্রীর উদ্বোধন করা হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, তুলারাম ইউনিয়নের তুলারামপুর বাজারে সদর উপজেলা খাদ্য অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উদ্বোধন রবিবার হলেও জেলার সব জয়গায় আজ থেকে চাল বিক্রী শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোঃ হায়দার আলী লিটু,সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগন, এ সময় স্থানীয়, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ইমরান হোসেন সেখ, সাজু খান, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাইফুল ইসলাম বাবু, সাজাদ হোসেন তুহিন, প্রমুখ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় জেলার মোট ৩৯ ইউনিয়নের ৮০ জন ডিলারের মাধ্যমে ৩৪,৫০৪ জন হত দরিদ্রকে প্রতি মাসে ১০ টাকা দরে ৩০ কেজি চাল দেয়া হবে, এ জন্য প্রতিমাসে ১০৩৫.১২০ মেঃটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। (নড়াইল সদরে- ১৩ টি ইউনিয়ন- হত দরিদ্র-৮৪৫৯ ডিলার-২৫ বরাদ্দ-২৫৩.৭৭০, লোহাগড়ায়- ১২ টি ইউনিয়ন- হত দরিদ্র-১৫৮৪১ ডিলার-৩২ বরাদ্দ-৪৭৫.২৩০,কালিয়ায়-১৪ টি ইউনিয়ন- হত দরিদ্র-১০২০৪, ডিলার- ২৩ বরাদ্দ-৩০৬.১২০)
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here