নড়াইলে ‘সড়ক নিরাপত্তা, নৈতিকতা, দেশপ্রেম ও শিষ্টাচার’ অনুষ্ঠিত!

0
257

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে ‘সড়ক নিরাপত্তা, নৈতিকতা, দেশপ্রেম ও শিষ্টাচার’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠসহ নৈতিকতা বিষয়ে আলোচনা করেন নড়াইলের সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মহব্বত আলী। এছাড়া শিষ্টাচার বিষয়ে নড়াইলের লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, দেশপ্রেম বিষয়ে ওয়াহাব ওয়েলফেয়ার ট্রাস্ট ও নড়াইল ডায়াবেটিক সমিতির সভাপতি ডাক্তার অধ্যাপক এম এ ওয়াহাব এবং সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন ‘নিরাপদ সড়ক চাই’ ।আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ লুৎফর রহমান। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ছাড়াও ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন, বাংলাদেশে শিক্ষার হার বাড়লেও অনেক ক্ষেত্রে শিষ্টাচার, নৈতিকতা, দেশপ্রেম ও সড়ক নিরাপত্তার অভাব রয়েছে। শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের মাঝে এসব অভাব পূরণে শিক্ষকেরা বড় ভূমিকা রাখেন। প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন প্রধান শিক্ষক তিন ভাগে বিভক্ত হয়ে ‘শিষ্টাচার, নৈতিকতা, দেশপ্রেম ও সড়ক নিরাপত্তা’ বিষয়ে বিভিন্ন সুপারিশ প্রদান করেন। নিরাপদ সড়ক চাই, ওয়াহাব ওয়েলফেয়ার ট্রাস্ট ও রোজভ্যালি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এ আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here