নড়াইলে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয় চত্বরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
273

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শিক্ষকদের ভোটে তিন বছরের জন্য জেসিডি মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শেখ আমিনুর রহমান সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির লোহাগড়া শাখার সভাপতি সিকদার মোঃ আঃ জলিলের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, উদ্বোধক বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জজকোর্টের পিপি এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ শামসুল আলম কচি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম হায়াতুজ্জামান, বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসা ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ রওশন আলী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি বিএম শুকুর আলী, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, শিক্ষক নেতা মোঃ আছাদুজ্জামান, নিমাই চন্দ্র পাল, ফরিদুল ইসলাম প্রমুখ। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় , জিটিভির নড়াইল জেলা প্রতিনিধি ও দৈনিক বিডি খবরের নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ রন্টু, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর ত্রর মো.শাহীদুল ইসলাম শাহী, মোঃ ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, প্রতিদিনের কন্ঠের বুলু দাস, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ,সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, এ সময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সম্মেলনে জেলা পর্যায়ের শিক্ষক নেতা, লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here