নড়াইলে বেরসিক ডিবির হাতে মাদকসহ মাদক সম্রাজ্ঞী কহিনুর গ্রেফতার

0
333

উজ্জ্বল রায় ও বুলু দাস, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক সসম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই মাদক সম্রাজ্ঞীর নাম কহিনুর বেগম (৩৫)। সে নড়াইল জেলার নওয়াগ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের মেয়ে। মঙ্গলবার (২২ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই জামারতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই সোহেল, আলমগীর, মোস্তাক, নাইম, কনস্টেবল সুজন সোহাগ, বায়জিদ, ওলিয়ার, অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। এ প্রসঙ্গে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আমিনুজ্জামান নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, গ্রেফতারকৃত কহিনুর বেগম ফেনসিডিল বিক্রয়ের সাথে জড়িত বলে আমরা একটি গোপন সূত্র থেকে খবর পাই। পরবর্তীতে ডিবি পুলিশের একটি চৌকশ টিমকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ডিবি পুলিশের সফল অভিযানে নড়াইল জেলা থেকে অনেক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ডিবি পুলিশের এই মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়াও মাদকসেবী ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নড়াইলবাসীকে আহ্বান জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here