নড়াইলে বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্স করলেন ডিসি-এসপি

0
419

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়ের সার্বিক দিক নিয়ে নড়াইলের ডিসি-এসপি’র সাথে ভিডিও কনফারেন্স করলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন । মঙ্গলবার (১২ জুন) সকাল সাড়ে ১২টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সহকারি কমিশনার (ভূমি), রোডস এন্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলীসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ভিডিও কনফারেন্স চলাকালে বিভাগীয় কমিশনার নড়াইলের জেলা প্রশাসকের নিকট জেলা প্রশাসনের সার্বিক বিষয়ে খবরাখবর নেন। সেই সাথে প্রশাসনিক কার্যক্রমকে আরো বেগবান করার জন্যও নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর নিকটও নড়াইল জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতে চান বিভাগীয় কমিশনার। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নড়াইলকে অচিরেই মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে নড়াইল জেলা পুলিশের অর্জনসমূহ বিভাগীয় কমিশনারের নিকট তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here