নড়াইলে প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষকের জরিমানা

0
350

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ইবাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেয়া হয়েছে। শনিবার সকালে গণিত এমসিকিউ পরীক্ষা চলাকালে নড়াগাতী থানার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও কালিয়া উপজেলা রুর‌্যাল ডেভলপমেন্ট অফিসার (আরডিও) হাসান ইমাম জানান,‘ সকাল ১০ টায় পরীক্ষা শুরুর ঠিক পর পরই বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ইবাদত হোসেন। তার কোন দায়িত্ব না থাকা সত্ত্বেও অবৈধভাবে পরীক্ষা হলে প্রবেশ করে গণিত এমসিকিউ প্রশ্নপত্র ফাঁস করে তাতে সঠিক উত্তরে টিক মার্ক দিয়ে তা কেন্দ্রে ছাড়ার পরিকল্পনা করার সময় তাকে (পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক) তাকে আটক করা হয় । পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুদা ওই কেন্দ্রে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের দন্ড দিয়েছেন। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুদা বলেন ‘পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন ১৯৮০-এর ১২ ধারা মোতাবেক অপরাধীকে ওই দন্ড দেয়া হয়েছে।’ প্রসঙ্গত, ২০১৪ সালে ওই পরীক্ষা কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। বিধায় কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন অভিভাবক মহল।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here