নড়াইলে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে

0
315

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধাদি রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে নড়াইলে ৭২ ঘণ্টার কর্মবিরতি চলছে। নড়াইল পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতির দ্বিতীয় দিনে কর্মচারীরা অফিসে তালা ঝুলিয়ে দিয়ে পৌরসভার সামনে অবস্থান নিয়েছেন। কর্মবিরতি পালনকালে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন নড়াইল জেলা কমিটির সভাপতি সাইফুজ্জামান, মহিলা সাংগঠনিক সম্পাদক শাহিনা আক্তার, নড়াইল পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি বিকাশ কুমার গাঙ্গুলী, সাধারণ সম্পাদক এহসানুল হকসহ অনেকে। বক্তারা তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এদিকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ফলে পৌর মেয়র ও কাউন্সিলররা কোন কাজকর্ম করতে পারছেন না। নাগরিকরাও তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here