নড়াইলে পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান

0
563

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: কোনো সংবাদ বা বিজ্ঞপ্তি ব্যতিরেকে আকস্মিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান। শনিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সপরিবারে নড়াইল পরির্দশনে আসেন তিনি। পরিদর্শনে এসে সর্বপ্রথম নড়াইল জেলা সার্কিট হাউজে তিনি নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে সালামি গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পিপিএম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সালামি গ্রহণ শেষে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তিনি নড়াইল সার্কিট হাউজ ও পুলিশ সুপারের বাসভবনের মধ্যবর্তী স্থানে অবস্থিত সরকারি বদ্ধ জলাশয়ে পুলিশ সুপারের মৎস্য প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেন। গ্রীন নড়াইল, ক্লিন নড়াইল গড়তে পুলিশ সুপারের এমন মহতি উদ্যোগে তিনি পুলিশ সুপারকে ধন্যবাদও জ্ঞাপন করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলার আইনশৃঙ্খলার বিষয়ে খবরাখবর নেন। বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে তিনি নড়াইল জেলার আইনশৃঙ্খলা অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় পুলিশ সুপারকে সাধুবাদও জানান। সেই সাথে মাদক ব্যবসায়ীদের সাথে কোনো পুলিশ কর্মকর্তা সখ্যতা গড়ে তুললে সাথে সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here