নড়াইলে থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূল নতুন প্রজন্মকে রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ:

0
298

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: পুলিশ সুপার বলেছেন, নড়াইল জেলার আইন শৃংখলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ, এবার নির্বাচন ছিল পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সফলতা অর্জন করেছে। কোনও প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই নড়াইলের একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, নতুন বছরে আইন শৃংখলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইল থেকে জঙ্গিবাদ ও মাদক নির্মূল করে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করা হবে। এজন্য তিনি নড়াইলের পুলিশের সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান। নড়াইল জেলার প্রতিটি পাড়া মহল্লাকে জঙ্গিবাদ ও মাদক মুক্ত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুলিশ সুপার, বলেন, ২০১৩-১৪ অর্থবছরে যেভাবে দেশে আগুন সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল তা পুলিশ বাহিনীর দৃঢ়তার জন্য রোধ করা সম্ভব হয়েছে। ২০১৬ সালে দেশে যখন জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল সে সময়ও স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা রুখে দিয়েছিল। পুলিশ সুপার, তিনি আরো বলেন,এখন থেকে কেউ মিথ্যা মামলা করলে বাদীকে জেলে যেতে হবে। ইতোমধ্যে কয়েকটি মামলায় মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে জেলে যেতে হয়েছে। নড়াইলে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কখনো নারী নির্যাতন, সংঘর্ষ ও অপহরণ কাহিনী সাজিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা দিয়ে থাকে। এখন থেকে নড়াইলে কোন মিথ্যা মামলা নেয়া হবে না। যদি কেউ মিথ্যা মামলা করতে আসে সেটা প্রমাণিত হলে বাদীকে গ্রেফতার করা হবে। আর এর সাথে কোন পুলিশ সদস্য বা কর্মকর্তার সহযোগিতায় থাকলে সেটা প্রমাণিত হলে সেই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজে কোন নিরীহ মানুষ মামলার কারণে হয়রানির শিকার হবে না। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)। উল্লেখ্য যে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) নড়াইলে যোগদান করার পর থেকেই নড়াইলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে গেছে। সেই সাথে তাঁর নিয়মিত মাদকবিরোধী অভিযানের ফলে নড়াইল এখন প্রায় মাদকশূন্য। এছাড়া জঙ্গি ও সন্ত্রাস শব্দটি নড়াইলে বিলুপ্তপ্রায়। এ সময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের ফোর্সবৃন্দ। জঙ্গিবাদ ও মাদক মাথা চাড়া দিয়ে উঠেতে না পারে কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here