নড়াইলে গ্রেফতার-২৬ ;ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার

0
257

উজ্জ্বল রায় ,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে মঙ্গবার থেকে বুধবার (২০ জুন) সকাল পর্যন্ত অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করে, ইয়াবা ১৮ পিস, ২৫ গ্রাম গাঁজা, মদ ২ লিটার মোট উদ্ধার। ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন এর নেতৃত্বে এ.এস.আই আনিসুর রহমান, এ.এস.আই মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের বিভিন্ন এলাকায় থেকে ৬ জন মাদক ব্যবসায়ীসহ জিআর মামলায় ১৫ জন সিআর মামলায় ৫ জন সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম এর নিরদেশে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৬ মাদক ব্যবসায়ীসহ ২৬ জনকে গ্রেফতার করে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মঙ্গবার থেকে বুধবার (২০ জুন) সকাল পর্যন্ত অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ মাদকদ্রব্য ৬ এবং অন্যান্য মামলায় ২০ হয়েছে। নড়াইল জেলাকে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। ইয়াবা গাঁজা ও মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান করেছে। মাদক ব্যবসায়ীদের রেহাই দেওয়া হবে না। আমরা কাউকে ছাড় দিবো না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নড়াইল জেলায় এ অভিযান চলমান থাকবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here