নড়াইলে গ্রেনেড মামলার রায়ে আনন্দ মিছিলে হামলা, মহিলাসহ আহত-২৫

0
266

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে গ্রেনেড মালার রায়ে আনন্দ মিছিল হামলা, নারীসহ ২৫ জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়, তারাশি গ্রামের সরোয়ার মোল্যা গ্রুপ ও জেলা পরিষদের সদস্য বরকত বিশ্বাসের গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে সরোয়ার পক্ষের ইশান সিকদার নামে এক কলেজ ছাত্র বাড়ি থেকে মাইজপাড়ায় কলেজে যাচ্ছিলেন। প্রতিপক্ষ বরকত বিশ্বাসের বাড়ির কাছে গেলে তাকে ধরে মারধর করে আহত করে।খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে দু’পক্ষ ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়াসহ আধাঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত তারিকুল ইসলাম (৪০), আলী আহম্মেদ (৫০), এরশাদ মোল্যা (৩০), রজিবুল (৩২), রুবিয়া বেগম (৩৫), মুনসুর মোল্যা (৩০), মিঠু মোল্যা (৪০), মঞ্জুর মোল্যা (৩৫), রবিউল মোল্যা (৪৫), তৌহিদুর (৪৫), নূর ইসলাম (৪০), জান্নাতী বেগম (২৮), নিশান (১৭), ফিরোজ (৫৫) ও মিশাল সহ বেশ কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এলাকায় সামাজিক বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here