নড়াইলে কারাবন্দীদের দুঃখ-দুর্দশা সমাধানকল্পে ডিসি-এসপির কারাগার পরিদর্শন

0
297

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল জেলা কারাগার পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম। সোমবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় জেলা কারাগার পরিদর্শনে যান প্রশাসনিক এই দুই কর্মকর্তা। এ সময় তাঁদের সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নড়াইল জেলা সমাজসেবা অফিসার। কারাগারে পৌঁছানোর পর তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান নড়াইল জেলা কারাগারের জেলার মোঃ তুহিন মোল্যা ও জেল সুপার মুজিবুর রহমান মজুমদার। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কারাগারে পৌঁছে সালাম গ্রহণ শেষে কারাগারের অভ্যন্তরে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তাঁরা বন্দীদের দুঃখ-দুর্দশা ও সমস্যাগুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী বন্দীদের সমস্যাগুলো সমাধানকল্পে আশু পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলার ও জেল সুপারকে পরামর্শ প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল জেলখানার অভ্যন্তরে যাতে কোনোভাবে মাদকদ্রব্য প্রবেশ না করতে পারে এজন্য কারারক্ষীদের সজাগ দৃষ্টি বৃদ্ধি করার পরামর্শ দেন। এছাড়াও বন্দিদের মাঝে নিয়মিত মাদকের ক্ষতিকর কুফল তুলে ধরার জন্যও জেল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here