নড়াইলে কর্মরত অবস্থায় পুলিশের এসআই এর মৃত্যুতে পুলিশ সুপার ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের শোক প্রকাশ

0
258
Exif_JPEG_420

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে কর্মরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। মৃত ওই পুলিশ কর্মকর্তার নাম আবুল হাশেম। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন শিবপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে এবং নড়াইল জেলার নলদী পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাশেম কর্মরত ছিলেন। জানা গেছে মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় তিনি কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে আধুনিক সদর হাসপাতাল, নড়াইলে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় বুধবার (১৮ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। দুপুর সাড়ে ১২টায় নড়াইল পুলিশ লাইন মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) জালাল উদ্দিন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামান সহ ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দসহ নড়াইলে কর্মরত পুলিশের সকল ইউনিটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম সরকারি কাজে নড়াইলের বাইরে থাকায় তিনি জানাযায় উপস্থিত হতে পারেননি। তবে খবরটি শুনে তিনি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানাযা শেষে পুলিশ বিধি অনুযায়ী মৃতদেহ অ্যাম্বুলেন্সযোগে তার গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া হয়। এদিকে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব একটি বিবৃতি দিয়েছে। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের যৌথ বিবৃতিতে ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা বলেন, সাংবাদিকতার খাতিরে আমরা যতদূর জানি আবুল হাশেম একজন সৎ ও কর্তব্যপরায়ন পুলিশ অফিসার ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সত্যিই একজন মহৎপ্রাণ অফিসারকে হারালো। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ। এ সময়, দৈনিক যুগান্তর ত্রর মো.শাহীদুল ইসলাম শাহী, মোঃ ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক বুলু দাস, মোঃ হাবিবুর রহমান শাওন, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ, বিভিন্ন সামাজিক সমস্যা (বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, জুয়া, সংঘর্ষ-সংঘাত ইত্যাদি) প্রতিকারের জন্য অনুরোধ; জরুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ ক্লাবটির অন্যান্য সদস্যরাও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here