নড়াইলে কনস্টেবল নিয়োগ পরীক্ষা সরেজমিনে ঘুরে দেখলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন

0
315

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: সারা বাংলাদেশের ন্যয় নড়াইলেও চলছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা। আর এ উপলক্ষে সকল ধরনের দুর্নীতি রুখতে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিপিএম নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যারই ধারাবাহিকতায় নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিনে এসেও তিনি সরেজমিনে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন। কোন প্রকার অনিয়ম, দুর্নীতি ও ঘুষ ছাড়াই মাত্র একশ টাকার ব্যাংক ড্রাফটে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে কনস্টেবল পদে চাকুরি পাবে যোগ্য প্রার্থীরা। গত ৩ মার্চ নড়াইল পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল নিয়োগের প্রাথমিক ধাপ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে হাজারো প্রাথীরা নিয়ম অনুযায়ী শারিরীক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য সুযোগ পান। এর আগে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সকলকে সতর্ক করেন যেন কোন প্রার্থী দালালদের আশ্রয় না নেয়। তাছাড়া কোন দালাল টাকা চাইলে জেলা পুলিশ সুপারের নিকট তাৎক্ষণিক অভিযোগ জানাতে বলা হয়। সে অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হয় স্বচ্ছতার সঙ্গে। কনস্টেবল নিয়োগে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিপিএম। নবাগত এ পুলিশ সুপারের ঘোষনা অনুযায়ী কনস্টেবল নিয়োগের সকল ধাপে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা করা হয়। কোন প্রকার তদবীর বা আর্থিক লেনদেনের কোন সুযোগ পাননি কোন দালাল শ্রেণির মানুষ। তবে তথ্য রয়েছে কিছু প্রার্থীর নিকট থেকে দালাল শ্রেণির কিছু মানুষ আর্থিক লেনদেনের সুযোগ নেন। তবে সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। এদিকে, নড়াইলের সচেতন মহল এমন স্বচ্ছতার সঙ্গে পুলিশে নিয়োগ প্রক্রিয়া খুব কম জেলাতেই হয় বলে মন্তব্য করেছেন। বিনা টাকায় পুলিশে চাকুরির ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন নড়াইলে নবাগত এই পুলিশ সুপার। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিপিএম বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেধা ও যোগ্যতার মাপকাঠিতে পুলিশ কনস্টেবলে চাকুরি পাবে যোগ্য ব্যক্তিরা। এখানে কোন তঞ্চকতার আশ্রয় নেওয়া হয়নি বা কাউকে নিতে দেওয়ার কোন সুযোগ দেওয়া হয়নি। আগামীতেও কোন প্রকার অনিয়ম, দুর্নীতি ও কোন প্রকার ঘুষ গ্রহণ ছাড়াই সকল কার্যক্রম পরিচালিত হবে জেলা পুলিশে পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এ কৃতিত্ব শুধু আমার একার নয়। গোটা পুলিশ বাহিনীর। স্বচ্ছতার সঙ্গে সকল কার্যক্রম পরিচালনার জন্য যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here