নড়াইলের ৩৮ জন ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার বাড়ি পেল

0
1838

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
: নড়াইলে ‘বীর নিবাস’ নামে বাড়ি পেল তিনটি উপজেলার ৩৮ জন ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার। এসব বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ১৩ লাখ ২৭ হাজার ১৬০ টাকা, যা বাস্তবায়ন করেছে নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নির্মাণ শেষে বাড়িগুলো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পরিবারের বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় এসব বাড়ি নির্মাণ করা হয়। ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ অর্থবছর জেলায় ৩৮টি পরিবারের জন্য ‘বীর নিবাস’ নামে বাড়িগুলো হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় চারটি, লোহাগড়ায় ২১টি ও কালিয়ায় ১৩টি পরিবার এ বাড়ি পেয়েছে। বাড়ি পেয়ে মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ বলেন, আমার মাথা গোঁজার ঠাঁই ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। তাছাড়া আর্থিক সাহায্যও পেয়েছি। মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। শুধু তা-ই নয়, মুক্তিযোদ্ধারা এখন অনেক বেশি ভাতা পাচ্ছেন। শেখ হাসিনাই এ দেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানে ভূষিত করেছেন। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের জন্য আরো ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার।# ছবি সংযুক্ত

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here