নড়াইলের হিন্দু ধর্মবিলাম্বীদের দূর্গা মন্দির ও বিশ্রামাগার ভেঙ্গে ধংস

0
213
PHTO0003.JPG

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সদানন্দকাঠী দূর্গা মন্দিরের সামনের বিশ্রামাগার ভাঙ্গচুর হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে সদরের শাহাবাদ ইউনিয়নের সদানন্দকাঠী মন্দিরের সামনে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মন্দিরের পাশে হিন্দু ধর্মবিলাম্বীদের সুবিদার্থে একটি বিশ্রামাগার নির্মান করা হয়। ব্যাক্তিগত জমিতে ঘর নির্মানের পরেও শাহাবাদ ইউনিয়নের ভ’মি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জোমাদ্দার গতকাল বিকেলে তার লোকজন নিয়ে ঘরটি ভেঙ্গে ফেলে। বিশ্রামাগার ভেঙ্গে ফেলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি হিন্দু ধর্মাবলাম্বীদের বিশ্রামাগার ধংস করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি বিশ্রামাগার পুন-নির্মানের দাবি জানাচ্ছি। বক্তব্যে রাখেন সদানন্দ কাঠী মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন রায়, সম্পাদক নির্মল রায়, কাজল সাহা, গোবিন্দ রায় প্রমূখ। এ দিকে ইউনিয়নের ভ’মি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জোমাদ্দার আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, দাবি করে বলেন, সরকারী জমিতে ঘর নির্মান করায় ভেঙ্গে ফেলা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here