নড়াইলের হামিদপুর ইউপিতে উপ-নির্বাচন আগামীকাল

0
432

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
স্থানীয় প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের উৎসবের আমেজ ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)। তবে ভোটের আগেই ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে তারা ভোট কেন্দ্রে গিয়ে উৎসবের আমেজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) থেকে লড়ছেন সাবেক চেয়ারম্যান নাহিদ মোল্যার স্ত্রী পলি বেগম। আর আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বিদ্রাহী আওয়ামী লীগ) গোলাম মোহাম্মদ । নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন বলেন, হামিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণের জন্য ৯টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসাবে গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নড়াইলের কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নির্বাচনে ১১ হাজার ৪৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এম মধ্যে ৫ হাজার ৭৪৫ জন পুরুষ এবং ৫ হাজার ৭৩৪ জন মহিলা ভোটার রয়েছেন। প্রসঙ্গত, গত ২৫ আগষ্ট ভোরে নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুন্য হয়। সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন শতভাগ সুষ্ঠ, অবাধ শান্তিপূর্ণভাবে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here