নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম’র সড়ক নিরাপত্তামূলক প্রচারণা লাইসেন্স থাকলে রজনীগন্ধা ফুল,

0
452

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে গাড়ি ও মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র থাকায় রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়। আর যাদের কাগজপত্রে গরমিল পাওয়া যায়, তাদের বিরুদ্ধেই মামলা। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এমন অভিনব প্রক্রিয়া বেঁছে নিয়েছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে এই সচেতনতামূলক কর্মকা- পরিচালনা করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নেতৃত্বে নড়াইল পৌরসভাধীন পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার (প্র.বি) ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা),পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা। এ সময় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোবাইকসহ বিভিন্ন ধরণের যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। নড়াইল ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে রাস্তায় চলাচলকারী যানবাহনের মালিক ও চালকদের ফুলেল শুভেচ্ছা দিচ্ছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহবানও জানান তিনি। পরে পুলিশ সুপারের উদ্যোগে নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকায় যানবাহনের বৈধ কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করা হয়। এ সময় যাদের গাড়ির সকল কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঠিক পাওয়া যায়, তাদের নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দেয়া হয়। আর যাদের লাইসেন্স ও কাগজপত্র দিতে পারেনি, তাদের নামে মামলা ও গাড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, আমাদের এ উদ্যোগে অনেক সাড়া পেয়েছি। মানুষ পুলিশকে বন্ধু ভাবছে। অনেকে অঙ্গীকার করেছে, গাড়ি কেনার আগে লাইসেন্স ও গাড়ির কাগজ করবেন। এটাই আমাদের সফলতা। উল্লেখ্য যে, নড়াইল জেলা ট্রাফিক অফিসের নন-এফ.আই.আর রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ সালের ২৮ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪,৯৭৮ ব্যক্তির বিরুদ্ধে মোটরযান আইনে ৪,৯৭৮টি প্রসিকিউশন দাখিল হয়েছে। তন্মধ্যে ৪২১৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং আদায়কৃত জরিমানার পরিমাণ ১৫ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা। এছাড়াও ৬৪টি মামলা বিজ্ঞ আদালতে প্রেরণের লক্ষে নাম, ঠিকানা যাচাইয়ের জন্য অনুসন্ধান স্লিপ প্রেরণ করা হয়েছে। বাকি ৭৬৩টি মামলা নিষ্পত্তির অপেক্ষা ট্রাফিক অফিসে মূলতবি আছে। এছাড়াও একই সময়ের মধ্যে নড়াইল জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৫৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। যাতে ৩ লক্ষ ৩৩ হাজার ৯৮০ টাকা জরিমানা আদায় হয়। এ সময় ৩২টি যানবাহনও জব্দ হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here