নড়াইলের পল্লীতে বিশাল জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
295

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: পেড়ুলী গ্রামে মাদক, জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের কালিয়া থানার আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (পদোন্নতিপ্রাপ্ত অতিঃ ডিআইজি) সেখানে উপস্থিত ছিলেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত মতবিনিময় পুলিশ সুপার তাঁর বক্তব্য বলেন, নড়াইলকে মাদক, জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সুযোগ্য পুলিশ সুপারের নড়াইলের বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে মতবিনিময় সভার আয়োজন করায় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা। তাঁরা উভয়েই এক যৌথ বিবৃতিতে জানান, সরদার রকিবুল ইসলাম শুধু প্রশাসনিক কর্মেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি বিভিন্ন মতবিনিময় সভার আয়োজন করে জনগণকে সচেতন করতে পিছপা হন না। তাঁরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here