নড়াইলের ডিসি ও এসপি’র ঈদ উপহার পেয়ে ভিক্ষুকদের আনন্দ-উচ্ছ্বাস

0
406

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের ডিসি ও এসপি ঈদ উপহার পেয়ে ভিক্ষুকেরা আনন্দ-উচ্ছ্বাস পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী, চাল, পোশাকসহ ঈদ উপহার প্রদান করা হয়েছে। জেলা ও সদর প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। নড়াইল সদরের ১০২ জন পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে এসব উপহার ও খাদ্যদ্রব্য বিতরণ করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। ইফতার সামগ্রী ও ঈদ উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন ভিক্ষুকেরা। তারা বলেন, নড়াইলের তৎকালীন এডিসি স্যার সিদ্দিকুর রহমান ও ডিসি স্যারের সহযোগিতায় নড়াইল জেলা ভিক্ষুকমুক্ত করা হয়। এখন আমরা কেউ রাস্তাঘাটে, বাসসহ অন্যান্য স্থানে ভিক্ষা করি না। আমাদের গরু, ছাগল, দোকানঘর, থাকারঘরসহ বিভিন্ন কাজের ব্যবস্থা করে দিয়েছে। আর এবার রোজায় এবং ঈদ আসার আগে ডিসি স্যার (এমদাদুল হক চৌধুরী) আমাদের অনেক কিছু দিচ্ছেন। অনেক খুশি হয়েছি আমরা। সোমবার (৪ জুন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, নড়াইল থেকে প্রকাশিক দৈনিক ভোরের বাংলা’র প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ইফতার ও ঈদ উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ৩০ কেজি চাল, এক লিটার সায়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি, সেমাই ও ডাল, একটি করে শাড়ি ও লুঙ্গি এবং একশত টাকা। পর্যায়ক্রমে নড়াইলের অন্যান্য পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। নড়াইলে পুনর্বাসিত প্রায় ৮০০ ভিক্ষুক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here