নড়াইলের ঐতিহ্যবাহী শ্মশান কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার!

0
436

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে একটি কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার শ্মশানঘাট কালী মন্দিরে এ চুরির ঘটনাটি ঘটেছে। শুক্রবার (১৩জুলাই) গভীর রাতে কে বা কারা এই ন্যাক্কারজনক কাজটি করেছে তা এখনও জানা সম্ভব হয়নি। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, চোরেরা মন্দিরে রক্ষিত কাসার তৈজসপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। শনিবার (১৪জুলাই) সকালে পূজা দিতে গিয়ে লোকজন চুরির ব্যাপারটি টের পেয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবাল মাহমুদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক কমল কান্তি পালসহ নড়াইল জেলায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তিনি নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট বলেন, মন্দিরে চুরি সত্যিই একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকেই অচিরেই শনাক্তপূর্বক গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে নড়াইল পুলিশ সর্বোচ্চ অভিযান পরিচালনা করবে। এদিকে মন্দিরে চুরি হওয়ায় নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। তবে পুলিশ সুপারের প্রতিশ্রুতিতে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here