নোবিপ্রবির “জলছাপ“ দলের চট্টগ্রাম রিজিওনাল সামিট-২০১৮ তে অংশগ্রহণ

0
281

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) “জলছাপ“ দল ব্রিটিশ কাউন্সিল,ডেমোক্রেসি ওয়াচের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ তিন মাস যাবত ধরে “জনসম্মুখে রোধে ধুমপান বাঁচবে হাজার প্রাণ“ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর জনবহুল স্থান যেখানে জনসাধারণের সচরাচর বিভিন্ন কাজে চলাচল করেন কিন্তু তারা পরোক্ষ ধুমপানের স্বীকার হয়ে নানান রোগে অাক্রান্ত হয়ে থাকেন এই সমস্যা সমাধানের জন্য তারা সোনাপুর রেলস্টেশন, মাইজদী পার্ক,মাইজদী কোর্টসহ বেশ কয়েকটি স্থানে
জনসচেতনতা বৃদ্ধি করেন।
চট্টগ্রাম রিজিওনাল সামিট-২০১৮ চট্টগ্রাম বিভাগের মোট ১৫ টি দল অংশগ্রহণ করে তার মধ্যে নোবিপ্রবি জলছাপ দলকেও অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করা হয় এবং তাদের এই প্রকল্পটি সুনামের সহিত স্বীকৃতি পায় ও পুরষ্কার অর্জন করে।
চট্টগ্রাম রিজিওনাল সামিটে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট ডঃ বদিউল অালম মজুমদার
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য চট্টগ্রাম-১৪ অাসনের নজরুল ইসলাম চৌধুরী,যুব উন্নয়ন অধিদপ্তরের কেন্দ্রীয় পরিচালক মোখলেসুর রহমান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অাইন অনুষদের ডিন,সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ,চট্টগ্রাম বিভাগের ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি, চট্টগ্রাম সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা এসডিজির বিভিন্ন বিষয় সমূহ ও একজন সুনাগরিক হয়ে দেশের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য অাহবান জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here