নৈ‌তিকতা ও সততা চর্চার মা‌ধ্যমে আগামী প্রজন্ম‌কে সুনাগ‌রিক হি‌সে‌বে গ‌ড়ে উঠ‌তে হ‌বে-জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা

0
381

উজ্জ্বল অধিকারী, বেলকু‌চি (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি:
নৈ‌তিকতা ও সততা চর্চার মা‌ধ্যে‌মে আগামী প্রজন্ম‌কে সুনাগ‌রিক হি‌সে‌বে গ‌ড়ে উঠ‌তে হ‌বে । সততার মুল্য সবসময় আ‌ছে তাই আমা‌দের‌ নী‌তি নৈ‌তিকতার প‌রিবত‌নের ম‌ধ্যে দি‌য়ে সুন্দর বাংলা‌দেশ গড়‌তে হ‌বে।

সোমবার বেলকু‌চি উপ‌জেলা দুনী‌তি প্র‌তি‌রোধ ক‌মি‌টি আ‌য়ো‌জিত শেরনগর এ,এস ফা‌জিল মাদ্রাসায় সততা ষ্টো‌রের উ‌দ্ভোধন অনুষ্ঠ‌ানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সি‌দ্দিকা এসব কথা ব‌লেন । বেলকু‌চি উপ‌জেলা নিবাহী অ‌ফিসার ও‌লিউজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন বেলকু‌চি উপ‌জেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, দুদ‌কের পাবনা অঞ্চ‌লের উপ সহকারী প‌রিচালক সাইফুল ইসলাম, ‌বেলকু‌চি প্রেসক্লা‌বের সভাপ‌তি আলহাস গাজী সাইদুর রহমান, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান আ‌রিফুল ইসলাম সো‌হেল, সুলতানা রা‌জিয়া মিলন, অত্র মাদ্রাসার ম্যা‌নে‌জিক ক‌মি‌টির সভাপ‌তি আব্দুল ম‌জিদ খান, বেলকু‌চি ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ মোস্তা‌ফিজুর রহমান, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা সাইফ উ‌দ্দিন, উপ‌জেলা দুনী‌তি প্র‌তি‌রোধ ক‌মি‌টির সাধারন সম্পাদক আহম্মদ আলী, সদস্য গোলাম মোস্তফা রু‌বেল, জোবায়দ বেগম প্রমুখ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here