নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

0
424

খবর ৭১ঃ নেইমারের পায়ের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বেলো হরিজন্তের মাতের দেই হাসপাতালে নেইমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে রোববারই হাসপাতাল ছেড়েছেন এ ব্রাজিলিয়ান তারকা। তবে কবে নাগাদ নেইমার মাঠে ফিরবেন তা ছয় সপ্তাহ আগে নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। লীগ ওয়ানে গত রোববার অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে পায়ের গোড়লিতে চোট পান নেইমার। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে এক্সরের রিপোর্টে তার পায়ের হাঁড় ভেঙেছে বলে জানা যায়। রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচের আগে নেইমারের ইনজুরি বড় ধাক্কা হয়ে আসে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য। তবে অপারেশন টেবিলে যাওয়া মানে দীর্ঘ সময়ের জন্য নেইমারের মাঠের বাইরে থাকা। তবে চলতি মৌসুমে পিএসজির জার্সিতে মাঠে নামা যে হচ্ছেনা এটা প্রায় নিশ্চিত।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here