নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ ধরার দায়ে ভেদরগঞ্জে ৪ জেলের কারাদন্ড

0
315

শরীয়তপুর (ভেদরগঞ্জ) প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার দায়ে চার জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সুমন (২২), মিলন (২৫), দাদন (৩৪) ও রজব আলী (২৪)।

সাব্বির আহমেদ খবর৭১ কে বলেন, নড়িয়ার সুরেশ্বর পয়েন্ট থেকে সখিপুরের আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত ২০ কিলোমিটার পদ্মা নদীর অভয়াশ্রমে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো ধরনের জাল ফেলে মাছ শিকার নিষিদ্ধ।

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে ভেদরগঞ্জের কাঁচিকাটা সীমান্তে পদ্মা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে মাছ ধরার দু’টি ট্রলার ও পাঁচ মণ জাটকাসহ চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here