নির্বাচন কমিশনে (ইসি) ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল

0
252

খবর৭১:জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচারে ওবায়দুল কাদের এ কথা বলেন।

কবিরহাটে স্থানীয় মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ প্রচার শুরু করেন সেতুমন্ত্রী।
সম্প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন-কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।

প্রচারকালে তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আবারও যদি তিনি নির্বাচিত হন, তবে এক বছরের মধ্যে এলাকায় গ্যাস সংযোগ দেবেন ভোটারদের।

নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল কাদের, তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মওদুদ আহমদ।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here