নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির ৫ প্রার্থী

0
218

খবর ৭১: বিএনপির মনোনীত ৫ জন ও আওয়ামী লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাদের মনোনয়ন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে চেম্বার জজ আদালতে।

এরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামীম, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এডভোকেট আবদুল মজিদ, রাজশাহী-৬ আসনের মো. আবু সাঈদ চাঁন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন।

আজ চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশের ওপর নো অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানী করেন ব্যারিস্টার রুহুল কুদ্দদুস কাজল, নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন এডভোকেট মাহ মঞ্জুরুল হক।

এদিকে রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ এবং মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবিরের পরিবর্তে এডভোকেট খন্দকার আবদুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here