নির্ধারিত সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : সুইস প্রেসিডেন্ট

0
324

খবর ৭১:সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট অ্যালেন বেরসে আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ নির্ধারিত সময়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-সুইজারল্যান্ড বিজনেস ফোরামে প্রধান অতিথির ভাষণে এ আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথারিটি (বিডা) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বাংলাদেশে সুইজারল্যান্ডের সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করে অ্যালেন বেরসে বলেন, দু’দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সুইস প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরো গভীর হবে। তিনি বাংলাদেশকে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থান হিসেবে উল্লেখ করে সুইজারল্যান্ডের ব্যবসায়ীদের এদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের এতো সুযোগ-সুবিধা পৃথিবীতে অন্য কোনো দেশ দেয়নি। তিনি মন্ত্রী রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সুইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here