নিরাপদে থাকুক আমাদের পাখিরা’

0
258

ইবি প্রতিনিধি-
‘নিরাপদে থাকুক আমাদের পাখিরা’ এই প্রত্যাশা নিয়ে পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপন উপলক্ষে প্রকৃতির প্রেমে উদ্ভুদ্ধ হয়ে ক্যাম্পাসে ভিন্নধর্মী আয়োজন করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগ।
জানা যায়, বুধবার বাংলা বিভাগের আয়োজনে প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষে সমগ্র ক্যাম্পাস জুড়ে মাটির হাড়ির প্রায় সাতশত নিরাপদ পাখির বাসা বেঁধে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের ডাইনা চত্তরে, মফিজ লেক সংলগ্ন এলাকায়, বঙ্গবন্ধু পুকুর পাড় এলাকায়, শেখ রাসেল হলের পূর্ব পাশে মেহগনি বাগানে, লালন শাহ হলের পাশর্^বর্তী মেহগনি বাগানে, দেশরত্ন শেখ হাসিনা হলের সামনের আমলকী বাগানে, অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পাশর্^বর্তী আমবাগানে, ভিসির বাংলো এলাকায়, টিএসসিসি এলাকাসহ ক্যাম্পাসের গাছে গাছে শোভা পাচ্ছে মাটির হাড়ির পাখির বাসা।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গৌতম কুমার দাস এ মহতী কাজের উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ,অধ্যাপক ড. সাইদুর রহমান,অধ্যাপক ড. রবিউল হোসেন, সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলসহ পাখিপ্রেমী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিভাগের সহযোগী অধ্যাপক ও টিএসসিসির পরিচালকু ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আমাদের এই আয়োজন। আমরা ইসলামী বিশ^বিদ্যালয়কে পাখি অভয়ারণ্য বানাতে চাই।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here