নিরাপত্তা ব্যবস্থার উন্নতির আগ পর্যন্ত শ্রীলংকার সব গির্জা বন্ধ

0
509

খবর৭১ঃ ইস্টার সানডের প্রার্থনায় ভয়াবহ বোমা হামলার পর নিরাপত্তা ব্যবস্থার উন্নতির আগ পর্যন্ত দেশটির সব খ্রিষ্টান গির্জা বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির এক জ্যেষ্ঠ পাদ্রী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সব গির্জা বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব গণজমায়েত বন্ধ থাকবে।

এদিকে রাজধানীর কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুলিশ ও স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

পুলিশের মুখপাত্র রাবন গুনাসেকেরা বলেন, বৃহস্পতিবার শহরটির হাকিম আদালতের পেছনের খোলা মাঠ থেকে বিস্ফোরণের শব্দটি এসেছে।

এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি জানিয়ে পুলিশ বলেছে, তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে। গুনাসেকেরা বলেন, আদালতের পেছনে একটি বিস্ফোরণ ঘটেছে, আমরা তদন্ত করে দেখছি।

এটি পুলিশের ঘটানো কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন তিনি।

গত রোববার ইস্টার সানডের প্রার্থনার সময় দেশটির তিনটি গির্জা ও তিনটি হোটেলে ছয়টি বিস্ফোরণে ৩৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক।

হামলায় সন্দেহভাজনদের খুঁজে বের করতে রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা সতর্কতা সত্ত্বেও এ প্রাণঘাতী হামলা প্রতিরোধে বড় ধরনের ঘাটতির কথা স্বীকার করেছে দেশটির সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here