নিউজিল্যান্ডে নজিরবিহীন পদক্ষেপ, পত্রিকাগুলোর প্রথম পাতায় ‘সালাম’

0
362

খবর৭১ঃ গত শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ৫০ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে।

ভয়াবহ ওই হামলার এক সপ্তাহ পূর্ণ হলো আজ।

হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দেশটির প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় ছাপা হয়েছে আরবি শব্দ ‘সালাম’, যার অর্থ শান্তি।
মুসলিম সম্প্রদায়ের লোকজন একে অন্যকে সালাম প্রদানের মাধ্যমে জানান যে, আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

ক্রাইস্টচার্চের হামলায় নিহত মুসল্লিদের স্মরণ করেই নজিরবিহীন এই পদক্ষেপ নিয়েছে দেশটির পত্রিকাগুলো।

সালাম শব্দের পাশাপাশি পত্রিকাগুলোতে নিহতদের নামও ছাপানো হয়েছে। পত্রিকার প্রথম পাতার ওপরে রয়েছে সালাম এবং এর নিচেই নিহতদের নাম।
খবর৭১ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here