নিউজিল্যান্ডজুড়ে দুই মিনিটের নীরবতা আজ

0
585

খবর ৭১ঃ সীমাহীন এক বেদনা বুকে ধারণ করে আজ আবার মুসল্লিরা সমবেত হচ্ছেন ক্রাইস্টচার্চের সেই আল নূর মসজিদে। গত শুক্রবার এখানে সন্ত্রাসী হামলার পর আজ আবার খুলে দেয়া হচ্ছে মসজিদটি। এদিন কয়েক হাজার মুসল্লি সেখানে নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসী হামলার শিকার লিনউড মসজিদের মুসল্লিরাও এদিন এই মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। ফলে তাদেরকে স্থান সংকুলান দেয়ার জন্য নামাজের জামাত মসজিদের পাশেই হেগলি পার্কে হওয়ার কথা রয়েছে। ওদিকে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আজ দেশজুড়ে দু’মিনিট নীরবতা পালন করা হবে।

অনলাইন গার্ডিয়ান লিখেছে, সন্ত্রাসী গত শুক্রবার প্রথমে আল নূর মসজিদে হামলা চালায়। পরে সে হামলা চালায় লিনউড মসজিদে।

সব মিলে কমপক্ষে ৫০ জন মুসল্লি নিহত হন। এরপর বন্ধ ছিল মসজিদ। তারপর আজই খুলে দেয়া হচ্ছে। আল নূর মসজিদের ইমাম গামাল ফোউদা বলেছেন, আজকের জুমায় ৩০০০ থেকে ৪০০০ মুসল্লি যোগ দিতে পারেন। অনেকেই এসেছেন বিদেশ থেকে। তারাও যোগ দেবেন এই জামাতে। ১৫ই মার্চের হামলায় যে ক্ষতি হয়েছে মসজিদের তা মেরামত করা হয়েছে সার্বক্ষণিক কাজ করে। তাছাড়া যেসব কার্পেটে রক্ত লেগেছে তা মাটিতে পুঁতে ফেলার পরিকল্পনা নেয়া হয়েছে।

ওদিকে মঙ্গলবার রাত থেকে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here