নারী কেলেঙ্কারি: বহিষ্কার ডিআইজি মিজান

0
261

খবর৭১ঃ নারী কেলেঙ্কারির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানা যায়।

এর আগে ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। তার বিরুদ্ধে সরকারি চাকরিতে দায়িত্বরত অবস্থায় অসদাচরণ করার অভিযোগ উল্লেখ করে তদন্ত কমিটি ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়।

এদিকে মিজানের সম্পদের হিসাব চেয়েছে দুদক। একই সঙ্গে তার স্ত্রী সোহেলিয়া আনার রত্নাকেও তার সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি মরিয়ম আক্তার ইকো নামে এক তরুণীকে তুলে নিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। এসময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এনিয়ে তোলপাড় শুরু হয়। এ অবস্থায় পুলিশ সদর দফতরের নির্দেশে অতিরিক্ত আইজিপি (অর্থ) মইনুর রহমান চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এর আগে অভিযোগ ওঠার পরপরই ডিআইজি মিজানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here