নারী ও শিশু নির্যাতন রোধে নারীদেরকে সচেতন হতে হবে এএসপি হেলেনা

0
541

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন রোধে নারীদের সচেতন হতে হবে। সেই সঙ্গে নারীদের নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বেগবান করতে হবে নারী জাগরণ। শনিবার সকালে দুপচাঁচিয়া থানায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি এ্যাওয়ারনেস মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) হেলেনা আকতার। থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান এর সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় থানা চত্বরে অনুষ্ঠিত ওই মিটিংয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার নারী ও শিশু বিষয়ক ডেক্স এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই খায়রুন নাহার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নারী জনপ্রতিনিধিগণ, এনজিও কর্মী ও সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ও অভিভাবকগণ। এ্যাওয়ারনেস মিটিংয়ে আগত নারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ও থানার অফিসার ইনচার্জ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here