নারীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

0
235

 

বাগেরহাট প্রতিনিধি:
গ্রামের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প’ এর আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here