নাফ নদীতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

0
334

খবর৭১ঃ টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় শফি আলম (১৮) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নে নাফ নদীর মৌলভীবাজার সংলগ্ন পয়েন্টে এ ঘটনা ঘটে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির দ্বারা তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। বিষয়টি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে জানিয়েছে গুলিবিদ্ধ শফি আলমের বড় ভাই ফরিদুল আলম।

শফি আলম হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার নুরুল আলমের ছেলে।

গুলিবিদ্ধ শফি আলমের সঙ্গে নাফ নদীতে মাছ শিকার করা আরেক জেলের বরাত দিয়ে বড় ভাই ফরিদুল আলম জানান, বুধবার সকালে মৌলভীবাজার পয়েন্ট সংলগ্ন নাফ নদীতে ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরছিল শফিসহ দুজন। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল বাংলাদেশের জলসীমায় ঢুকে অতর্কিত গুলি ছুড়তে থাকে। গুলি ছুড়তে ছুড়তে টহল দলটি মিয়ানমার দিকে চলে যায়। এতে শফি আলম গুলিবিদ্ধ হয়, তবে আরেক জেলে অক্ষত থাকে। পরে স্থানীয়দের সহায়তায় শফি আলমকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ ফিল্ড হাসপাতালে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এদিকে, ঘটনার ব্যাপারে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমার্দ্দার বলেন, ‘বিজিপির সদস্যের গুলিতে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। গুলিবিদ্ধের স্বজনরা বিজিবির কাছে এ ঘটনার ব্যাপারে অভিযোগ করেছেন। ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here