নান্দাইল প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
389

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের গৌরবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার ৭ই জানুয়ারী খুব আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুলের সঞ্চালনায় সকালে প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১ ঘটিকায় নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইট থেকে উপজেলা সদরে গ্রামীণ সংস্কৃতি লাঠিবারি খেলা সহ এক বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া ও পর্যটনবিদ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিভাগের চেয়ারম্যান ড. এ আর খান। বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি ও কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন বক্তব্য রাখেন। পরে বিকালে নান্দাইল প্রেসক্লাব ভবনে কেক কাটা, আলোচনা সভা, মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পর্যটনবিদ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিভাগের চেয়ারম্যান ড. এ আর খান, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূইঁয়া। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম বাবুল, প্রেসক্লাবের জমিদাতা সদস্য মোঃ আমিনুল ইসলাম আঞ্জু, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান খান গেনু, শামছ-ই-তাবরিজ রায়হান, মোক্তার হোসেন অপু প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন ফকির রঞ্জু, রফিকুল ইসলাম রফিক, আবুল হাসেম, মঞ্জুরুল হক মঞ্জু, শফিকুল ইসলাম শফিক, শাহাব উদ্দিন ফকির, এহতেশামুল হক শাহীন, আবু হানিফ সরকার, বিল্লাল হোসেন, সিরাজ উদ্দিন সুরুজ, এইচ এম সাইফুল্লাহ, সাইফুল ইসলাম শামীম, ফয়সাল আহম্মেদ, শাহজাহান ফকির, রমজান আলী, এন ইউ আহম্মেদ, মোঃ আল আমিন ও সমাজ সেবক মোঃ আব্দুল আলী। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের সম্মলিতভাবে নান্দাইলের উন্নয়ন কর্মকান্ড প্রচার ও প্রশাসনকে সহযোগীতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে সকল অতিথিদের লাল-সবুজ উত্তরীয়, ব্যাজ পড়িয়ে বরণ করা হয়। এছাড়া আজীবন সদস্য শিল্পপতি এমডি মামুন বিন আব্দুল মান্নানের সৌজন্য প্রাপ্ত টি-শার্ট ও আয়েশা হাবিবুল্লাহ পাঠাগারের সৌজন্যে প্রাপ্ত ক্যাপ সকল সদস্য, সাংবাদিক ও অতিথিদের মাঝে উপহার হিসাবে বিতরণ করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here