নান্দাইলে কর্মসৃজন প্রকল্পের ৪কোটি টাকা ফেরত যাচ্ছে

0
274

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০১৭-১৮ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের ১ম দফায় ৮টি ইউনিয়নে কোন কাজ না হওয়ায় সরকারি কোষাগারে ৩ কোটি ৭৬ লাখ টাকা ফেরত যাচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতর থেকে জানাগেছে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে উল্লেখিত আর্থিক বছরে ৫ হাজার ৯ শত ৫০ জন শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের শ্রমিক বন্টনের ভাগ নিয়ে সমন্বয় না হওয়ায় ১ম দফা প্রকল্পের কাজ হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানগণ প্রকল্প নির্বাচন ও শ্রমিকদের তালিকা দেওয়ার পর উপজেলা থেকে আমরা তা অনুমোদন করি। এরপর কাজ হয়। চেয়ারম্যানদের অনেকবার বলার পরও তাঁরা শ্রমিকদের তালিকা জমা না দেওয়ায় এবং প্রকল্প নির্বাচন না করায় ওই কর্মসূচির কাজ করা যায়নি। তাই বরাদ্দের ৮০ ভাগেরও বেশি টাকা ফেরত যাবে। উল্লেখ্য ২য় পর্যায়ে আরও ৪ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। ২৫শে মার্চ থেকে ২য় দফা প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুধুমাত্র বেতাগৈর ও মোয়াজ্জেমপুর ইউনিয়নে কাজ শুরু হয়েছে। ২য় দফার বরাদ্দও ফেরত যাবার সম্ভাবনা রয়েছে। বেশকয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, শ্রমিকদের নামের তালিকা ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ দলীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করতে না পারায় তারা এই প্রকল্পের কাজ করতে পারে নাই।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here