নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন মুম্বাই

0
303

খবর ৭১ঃ এক বলে দরকার ছিল ২ রান। কিন্তু মালিঙ্গার সেই শেষ বলেই এলবিডব্লু আউট হয়ে গেলেন শার্দূল ঠাকুর। ১ রানে জিতে আইপিএল ফাইনালে চেন্নাইকে হারানোর হ্যাটট্রিক করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। রোববার আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। এমএস ধোনি অবশ্য টস হেরে জানিয়ে দেন তিনি প্রথমে ফিল্ডিংই করতে চেয়েছিলেন। ফাইনালের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি চেন্নাই। অন্যদিকে মুম্বই একটি মাত্র পরিবর্তন করেছিল দলে। জয়ন্ত যাদবের জায়গায় প্রথম দলে জায়গা দেয়া হয়েছিল ম্যাকক্লেনাঘানকে। আইপিএলের সবচেয়ে সফল দুই দল আবার মুখোমুখি। এ বার লড়াই ফাইনালের। এই নিয়ে এই মরসুমে চারবার। প্রথম তিনবারই জয়ের পতাকা উড়িয়েছে রোহিত শর্মা অ্যান্ড ব্রিগেড। শেষ বেলায় সব থেকে বড় মঞ্চে বদলা নিতে পারবে কিনা মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং,তার অপেক্ষায় ছিল গোটা ভারত। কিন্তু শেষ হাসি হাসল মুম্বই। এই নিয়ে চারবার এই টইরফি জিতে নিল তারা।

শুক্রবার বিশাখাপত্তনমে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের দরজা খুলেছিল চেন্নাই সুপার কিংস। তার আগে প্রথম কোয়ালিফায়ারে এই চেন্নাইকে হারিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছিল মুম্বাই। মুম্বইয়ের সামনে পজিটিভ দিক ছিল চারবার ফাইনালে পৌঁছে তিনবারই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তার মধ্যে দুটো চেন্নাইয়ের বিরুদ্ধে ২০১৩ ও ২০১৫তে। তার সঙ্গে যুক্ত হয়ে গেল ২০১৯-ও। রবিবার হায়দ্রাবাদে আইপিএল ২০১৯এর সব থেকে বড় দুই শত্রু শিবিরের লড়াই গড়াল শেষ বল পর্যন্ত। মুম্বই চার দিন বিশ্রাম নিয়ে ফাইনালে খেলতে নেমেছিল তরতাজা হয়েই। চেন্নাইয়ের সেখানে ক্লান্তি বাধা হয়ে দাঁড়ানোর কথা থাকলেও শেষ বল পর্যন্ত লড়াই চালালেন ধোনিরা। একটি ম্যাচ বেশিও খেলতে হয়েছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here