নদীতে পড়ে নিখোঁজ বনরক্ষী

0
400

বাগেরহাট প্রতিনিধি:
এখনো উদ্ধার হয় নাই বলেশ^র নদীতে পড়ে নিখোজ হওয়া বন রক্ষি সোহেল রানা। উদ্ধার ফারয়ার সার্ভিসের দুটি ইউনি ও কোষ্টগাড উদ্ধার তৎতপরাতা চালিয়ে যাচ্ছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনে টহলরত অবস্থায় বনরক্ষী সোহেল রানা তালুকদার (৩৭) বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। বনরক্ষী সোহেল রানা তালুকদার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এম এ হামিদ তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বনবিভাগে চাকরি পান। ২০১৬ সালের ৩ মার্চ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশনে যোগদান করেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে শরখোলা রেঞ্জের বগী ষ্টেশন সংলগ্ন বলেশ্বর নদীতে নিরাপত্তা টহলকালে ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। এখবর পেয়ে রাতে থেকে সহকর্মীরা ভোর পর্যন্ত ওই এলাকায় তল্লাশী চালিয়ে তার কোন সন্ধান মেলাতে পারেনি। তিনি বনবিভাগের বগী ষ্টেশনে কর্মরত ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরি দল উদ্ধারে কাজে অংশ নেন বলে বনবিভাগের কর্মকর্তা জানান । সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, দুবলার চরে রাশ মেলা উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য রাতে বাগেরহাটের শরখোলা রেঞ্জের বগী ষ্টেশন সংলগ্ন বলেশ্বর টহলকালে একটি মাছধরা ট্রলারকে চ্যালেঞ্জ করেন। এসময় ট্রলার থেকে পা পিছলে নদীতে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। তিনি আরও বলেন, আমি সকালেই ঘটনাস্থলে এসেছি। বনবিভাগ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে।বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাসুদ সরদার মুঠোফোনে বলেন, বন বিভাগের পক্ষ থেকে আমাদের অবহিত করার পর সকালে খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৭ জনের একটি ডুবুরি দল বলেশ্বর নদীতে উদ্ধারে কাজ রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত্য নদীতে পড়ে যাওয়া ওই বন রক্ষি,র কোন সন্ধান পাওয়া যায় নাই। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here