ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে

0
353

খবর ৭১ঃ রাজধানীর পুরান ঢাকার চকবাজার চুরিহাট্টা মসজিদের সামনে ওয়াহেদ ম্যানশনসহ বেশ কয়েকটি ভবনে আগুনের ফলে সড়কে পড়ে থাকা ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এ কাজ শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাস্থলের আশেপাশের সড়ক পরিষ্কার করার কাজ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। সেবাদাতা সংস্থাটির ৫ থেকে ৭ জন পরিচ্ছনতাকর্মী এসে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। এরইমধ্যে সেখানে ময়লাবাহী তিনটি ট্রাক এসেছে।

দুর্ঘটনাস্থলের আশেপাশে উৎসুক জনতার ভিড়ও রয়েছে। তারা দেখতে এসেছেন, কীভাবে আগুন লাগল। কীভাবে এতগুলো লোক প্রাণ হারাল। ছুটির দিন হওয়ায় মানুষের কৌতূহলটা যেন একটু বেশিই প্রাধান্য পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here