দেড় ঘণ্টায় ৭ ভোট!

0
362

খবর৭১ঃপঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলছে।

সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে ভোট শুরুর পর প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টরা সব প্রকার প্রস্তুতি নিয়ে বসে থাকলেও ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন না।

সকাল সোয়া ৯টায় পতনউষার ইউনিয়নের পতনউষার উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ৭টা ভোট কাস্ট হয়েছে।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান জানান, পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোট হচ্ছে।

এতে চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাত উপজেলায় পৌরসভার সংখ্যা ৫টি, ইউনিয়ন ৬৭, ভোটকেন্দ্র ৫১৯, ভোটকক্ষ ৩ হাজার ৩৯৩, ভোটার পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ এবং নারী ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here