দেশ বাঁচাতে ফের নৌকায় ভোট দিন : ইঞ্জিনিয়ার মোশাররফ

0
326

খবর ৭১:বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ণ ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশ বাঁচাতে এবং উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সবাইকে দল বেঁধে ফের নৌকায় ভোট দেবার আহবান জানিয়েছেন।

আজ শনিবার বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে অনুষ্ঠিত এক জনসমাবেশে তিনি প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশে রাজাকারের সরকার প্রতিষ্ঠা হয়। তারা দেশটাকে পেছনে ফেলার চক্রান্ত করে।

খালেদার সরকার চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি বলেন, ৯৬ সালে সরকার গঠনের পর আমরা দেশটাকে যে যায়গায় নিয়ে গিয়েছিলাম, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি সব উন্নয়ন বন্ধ করে রাষ্ট্রের টাকা হাওয়া ভবনে নিয়ে যায়।

পাঁচবার দুর্নীতিতে শ্রেষ্ঠ হবার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সন্তান জ্ঞান দিয়ে বিশ্ব জয় করে। আর খালেদার সন্তান দুর্নীতি করে বিদেশে পালিয়ে বেড়ায়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই পার্বত্য চট্টগ্রামে রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজার মাঠে আসে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here