দেশ এগিয়ে যাচ্ছে, চক্রান্ত প্রবল হচ্ছে: আমু

0
348

খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, পাশাপাশি চক্রান্ত প্রবল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার(১৯ মার্চ ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, ‘শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং যত এগিয়ে যাবে; চক্রান্ত তত প্রবল হবে। যত এগিয়ে যাবে, শত্রুরা আরও বেশি আঘাত হানার চেষ্টা করবে।’

এসময় দেশের বিরোধী শক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনে ১৪ দলের নেতৃত্বে এই দেশে প্রগতিশীল মুক্তিযুদ্ধের স্বপক্ষের অসাম্প্রদায়িক শক্তির আরও বড় ঐক্য কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনা কাজ করছেন; বাস্তবায়িত করছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here