দেলদুয়ারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
380

দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধি:
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনেরেখে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সহকারী কমিশানর (ভূমি) আক্তারুননেছার সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মদ আলীর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোতালেব। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহম্মেদ, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মুসতারিন লুবনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিয়ন্তা বর্মন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রেজাউল করিম, বীজ বিস্তার ফাউন্ডেশনের সমন্বায়ক মো. চুন্নু মিয়া, এসিআই এ্যানিমেল হেলথ আ লিক শাখার ম্যানেজার জাহিদুর রহমান, বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি ও সফল মহিলা খামারীবৃন্দ প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here