দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক

0
211

খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা, সাইক্লোন, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। আমরা এসব দুর্যোগ প্রতিরোধ করতে পারবো না। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আরসিজি সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য বিশ্বের বিশেষ করে পাশ্ববর্তী দেশগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। তাদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী পাহাড়ে ভূমিধসে উদ্ধার অভিযান নিহত সেনা সদস্যদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের অবদানের কারণে অনেক জান-মাল রক্ষা পেয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here