দুর্নীতি মামলায় মোশাররফের পুনঃতদন্তের আবেদন খারিজ

0
267

খবর৭১: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, মামলার অভিযোগপত্র যথাযথ হয়নি, যেসব সম্পত্তি নিয়ে অভিযোগ আনা হয়েছে তা মোশাররফের নামে নেই দাবি করে মামলাটির পুনঃতদন্ত চেয়ে আবেদন করা হয়েছিল।

মামলাটি কোন পর্যায়ে আছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি এখন অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।

২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলাটি পুনঃতদন্ত চেয়ে আবেদন করা হলে গত ৯ জানুয়ারি বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন ড. মোশাররফ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here