দুর্নীতিবাজরা সামাজিকভাবে বয়কট হবে: খাদ্যমন্ত্রী

0
678

খবর৭১: দুর্নীতিবাজরা সমাজ ও দেশের শক্রু তাই তাদের সমাজে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

আজ শনিবার সকালে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ-ই আম স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশে যেন কখনো কোনো দুর্নীতিবাজ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন মন্ত্রী।

দেশে সকল অপকর্মের পেছনে মাদকের হাত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত কয়েক বছর আগে আমিনবাজারে ছয় ছাত্র খুনের ঘটনায় মাদকের হাত রয়েছে। সেখানে তারা মাদক সেবন করতে গিয়ে খুন হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার, মিরপুর মফিদ-ই আম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ আরো অনেকে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here