দুপচাঁচিয়ায় ৭ই মার্চের ভাষণের পটভূমি, তাৎপর্য ও স্বাধীনতা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
326

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পটভূমি, তাৎপর্য ও স্বাধীনতা’ বিষয়ক প্রতিযোগিতা বগুড়ার দুপচাঁচিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ আয়োজন করে। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পৃথকভাবে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ১৫জন শিক্ষার্থীকে স্বাধীনতা ও বঙ্গবন্ধু জীবনীর ওপর রচিত বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। সকালে অ্যাসেম্বলী শেষে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী খুদে বঙ্গবন্ধু আদনান সাকিবের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৌফিক আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, ব্যবস্থপনা কমিটির সদস্য আখতারুজ্জামান, শিক্ষক আবুল কালাম মোস্তফা, প্রমুখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here